রহমত বরকত এই দুই নিয়ে
রমজান মাস আসে নিয়ামত হয়ে।
আরো কত নিয়ামত আসে তবে ভেসে
আকাশে নতুন চাঁদ জ্বলে উঠে  হেসে।
বছরে এক মাস সাধনায় রত
মুছে যায় যত আছে পাপ ব্যাধী ক্ষত।
দেহের কঠিন রোগ সেরে যেতে পারে
যথাযথ যদি যে রোজা পালন করে।
শরীর মন দুইটা ভালো হয়ে উঠে
জীবন বৈচিত্র্যময় বুঝা যায় বটে।
সেহেরির সময়ে যে বায়ুর পরশে
শীতল হাওয়া বয় শান্তির আবেশে।
খুশির হাওয়া বয় ইফতার কালে
রোজাদার ইফতার করে দলে দলে।
রমজানে তারাবির নামাজ যে হয়
মসজিদে মসজিদে মুসল্লী যে রয়।
অনাহারে গরীবের কষ্ট বুঝা যায়
ধনী গরিব মিশিয়ে এক হয় হায়।
এই জীবনে কত যে আছে যে বুঝার
রোজা এলে শান্তি আসে জীবনে সবার।