রাজনৈতিক দল
বখতিয়ার উদ্দিন
দেশে যদি পরিবর্তন এনে দিতে হয়
সংগঠন করে হবে দলে দলে জয়।
রাজনৈতিক দল যে বড় সংগঠন
বড় থেকে বড় আসে হলে আয়োজন।
জাগরণে দলে দলে যোগ দিব তবে
ভালোর তরে ঝাপিয়ে আসো যেন সবে।
অশুভ শক্তি বিনষ্ট করি দলে থেকে
বিজয়ের পতাকা যে বাতাসেতে হাঁকে।
দেশে মোরা জম্ম নিয়ে উন্নয়ন করি
মঙ্গলের তরে সবে হাতে হাত ধরি।
দলের লক্ষ্য হবে মানুষের তরে
আসো সবে চেষ্টা করি ক্ষুদ্র ক্ষুদ্র করে।
বড় শক্তি অর্জনতে বড় ঝুঁকি আছে
বড় বড় কাজ করে নাহি ভয় পাছে।
ক্ষুদ্র ক্ষুদ্র বহু দলে রাজনীতি দল
শাখা - প্রশাখা হলেই হবে বড় বল।
সবার লক্ষ্য থাকে সরকার গঠন
লক্ষ্যে পৌঁছাতে দৌড়াবে যত প্রয়োজন।
যদি হয় জয় তবে দেশ যে শাসন
রাজনৈতিক দল যে মহা আয়োজন।