প্রতিদিন দেখি ভবে আছে নিয়ামত
সৃষ্টার সৃষ্টি সুন্দর নানা কেরামত।
একদিন মরে গেলে তা কি আর পাবে?
সুন্দর পৃথিবীতে হে কত বেঁচে রবে।
উপভোগ করো তবে সুন্দর যে মনে
আজ যাহা গেছে মনে কাল কেবা জানে!
এই দিন এই রাত আর পাবে কবে?
মরে গেলে হাই হাই শত কেঁদে যাবে।
এই জীবনে প্রতিদিন থাকে নিয়ামত
মিষ্টি রোদ কালো রাত নানা কেরামত।
পশু পাখি নানা ক্ষেত চোখ মেলে দেখি
সাগর পাহাড় ঘিরে শত ছবি আঁকি।
এই সব নিয়ামত হারাবে সবার
শেষ হলে দেখা হবে দুই চোখে আর।
আত্নীয় স্বজন আরো কত প্রতিবেশী
সুন্দর সম্পর্কে ভবে মিষ্টি মনে হাসি।
হিংসা রেষ ভুলে গেলে আরো ভালো হয়
নিয়ামতে ডুবে গিয়ে উপভোগ হয়।
ভিতর বাহির রুপে ধীরে চোখে পড়ে
সুন্দর সৃষ্টি তব যে হৃদয় যে নড়ে।
কি এক আশ্চর্য এই ধরণী জীবন
দিনে দিনে বেলা শেষ নানান কারণ।
আশায় অপেক্ষা করি ভালো কিছু তরে
অপরুপ রুপ দেখি ভালো মন ভরে।
বেঁচে আছি ভোগ করি সুন্দর জীবন
সব কিছু ডুবে যাবে এলে যে মরণ।