ঘুম থেকে উঠে এক কি যে শিহরণ
সারা রাত ভেসে ভেসে দেখি যে মরণ।
বহু ক্ষণ চোখ বুজে হা করে থেকেছি
কি হবে কি করেছি যে তাহা কি ভেবেছি?
আমার ভিতর যেন আমি নাহি আজ
হঠাৎ যদি আমার মরনের বাজ।
কি হবে তখন যেন ভূবণের মাঝে
কোন এক সূর্য মনে উঠিবে কি সাঁঝে!
হয়তো সবাই নাহি, একা রব আমি
নিজে নিজে হব যেন মরনের গামী।
মরে গেলে কেবা হবে পঁচে যাবে লাশ
এই শরীর হাত পা হবে উপহাস।
চলে গেলে হয়তো যে কাঁদবে না কেউ
হঠাৎ করে থামবে এই প্রাণ ঢেউ।
কত কত কাল কাটে ভয়ে ভয়ে থাকি
বড় বড় স্বপ্ন মনে দিয়ে যায় ফাঁকি।
আঘাতের পরে যেন একা একা কেঁদে
মাটির সাথে মিশিব দুই দিন বাদে।
এসে তবে জানা শুনা নাহি কিছু হতে
ভাবতে ভাবতে দিন কেটে যায় রাতে।
মরণ যে এক দিন ভয়ে শিহরণ
চলে গেলে কেবা হবে এই তো কারণ।