পেয়েছি খবর
বখতিয়ার উদ্দিন।
এই ভোরে ওঠে এক পেয়েছি খবর,
হাসি খুশি মন দেখ কিসের প্রহর?
খবর তো এখনি যে প্রকাশ করেনি
আশা করি কেউ তবে এখনো জাননি!
জানাবো বলে মনতে স্থির যে করেছি,
কাকে কাকে বলবো তা শত যে ভেবেছি।
হয়ত কেউ নিবে তা - কেউ নাহি নিবে!
বললে হয়তো মন জ্বলে পুড়ে যাবে।
অনেকে খুশিতে তবে উল্টা ভেবে মনে
কি জানি কত সব যে কান্ড সব খানে।
খবর খানি বলিব তাহা শত ভাবি,
হয়তো বলতে গেলে ডুবে নিজ ছবি।
বিশাল সাগরে পড়ে নিজে ডুবে যাই
ভাল খবর মনতে - উল্টা ভেবে পাই।
যাহা ভাবি তাহা তবে কারা ভাবে মনে
যে যেমন সেই দিকে শত শত টানে।
জানালে কি, না হলে কি? - কিসে আসে যায়?
আলো খানি বালু বুঝে কিছু জন পায়।
বাহিরে কি জানে কেউ, ভিতরের রব
জ্বলে পুড়ে যেতে পারে মানুষেরা সব।
হিংসা কি বেদনায় নাকি কষ্ট পেয়ে
সব কি যেতে পারে যে সব মন দিয়ে।
খবর শুনে হেসেছি, সু - খবর তবে,
কষ্টের খবর শুনে - রয় কারা কবে?