পৃথিবীর তাপমাত্রা শত গুণ বেড়ে
জন প্রাণী তো অস্থির তাপদাহে পুড়ে।
রাস্তা ঘাট যেন এক জ্বলন্ত উনুন
ঘরের ভিতর কত জনতা কানন।
সবাই এক অস্থির তাপের ভিতরে
একটু বাতাস নেই পৃথিবীর ঘরে।
পথিক রাজপথেই হেঁটে যায় ধ্যানে
জীবনের প্রয়োজনে তাপ নাহি মানে।


চারদিকে দাউ দাউ এই রৌদ্র জ্বলে
সাদা থেকে সাদা হয় রোদ বাড়ে বলে।
এই ছাদ থেকে ওই ছাদেই আগুন
তাপমাত্রা কত ডিগ্রী একটু দেখুন।
কি এক অসহ্য হাই গরম ভূবণে
ইচ্ছে করে ছুটে চলি বরফ কাননে।