চলি মোরা পৃথিবীর মায়া ভরা পথে
মায়ার ফাঁদে জড়িয়ে কত ভুল সাথে।
কত কিছু হয়ে থাকে নিজে নিজে চলে
শত শত ভুল হয় ভেবেছি কি কালে?
ভেবে হাসি সব যেন ঠিক ঠাক হয়
ভুলটি যে ভেসে এলে কাঁদা শুধু রয়।
সেরা ছিল ভাবিয়ে যে অহংকারে মরি
কবে দেখ ভেঙ্গে যায় সাজানো যে তরী।
অন্ধ থেকে দিন রাত ভুল করে যায়
সুখের ঘরে ভাবিয়ে কবে যে কাঁদায়।
শত ভিতর হাজার নাহি মনে জানা
চলছি তো অহংকারে লাগিয়ে যে ডানা।
স্থির হয়ে চলে গেলে তবে ভালো হয়
মাঝে মাঝে বুকে কেন লাগে শত ভয়।
পাহাড়ের মতো থেকে স্থির করি মনে
ভাবিয়ে মরি হাজার যায় কোন খানে?
নিজ কান্ডে বেশি বুঝে কষ্ট পেল কত
অহমিকার শাস্তিতে মন পুড়ে শত।