হৃদয় কেঁপে উঠবে দেখে আচরণ
সারা দিন এক কান্ড কষ্ট দিয়ে মারে
বারে বারে ভেসে আসে কথার মরণ।
কাজ দিয়ে মত্ত করে হাসে মন ভরে
অপমান যে সাজিয়ে ভালো দিতে পারে,
দূর্বলে সুযোগ নেয় পৃথিবী হরণ।
ভালো-মন্দ নিয়ে তবে বসবাস করে
বেঁচে থাকি কষ্ট করে করোনা বারণ।
সব যদি ভুল হয় এই কোন পাপ?
ক্ষণে ক্ষণে নাক টানে নিষ্ঠুর স্বভাব।
মন্দ বলে গাল দেয় এই কোন ভাব।
পিছে পিছে লেগে থাকে মহা এক চাপ
কষ্ট পেয়ে বেঁচে থাকা নিষ্ঠুর কারণে
শত ভালো দিয়ে দিলে তুষ্ট নয় প্রাণে।