নির্বাচন
  বখতিয়ার উদ্দিন।

যেটা এসেছে সেটাই সব থেকে সেরা,
তার চেয়ে খুব নিম্নে দেখেছি বাকিরা।
যেটা এসেছে সেটাতে তবে ত্রুটি আছে
তার থেকে ভাল নেই দেখেছি যে পাছে।
লোকের দূর্বলতায় অকারণে হাসে
বিপদে না এগিয়ে ঘরে থাকে বসে।
যাহা দেখে তাহা নিয়ে মন্তব্য বাজে
খাটু করে দেখে শত মানুষের কাজে।
কাউকে কিছু দিলেই কুটা দিয়ে যায়
উপকার করে পরে কিছু পেতে চায়।
কেউ কিছু বুঝালেই গালাগাল হাঁকে
মাঝে মাঝে মায়া দিয়ে বুকে ধরে রাখে।
ইচ্ছে হলে মাঝে মাঝে কাজ করে ফাঁকে
বাকিরা তো অধমের রাজ্যতে থাকে।
সবার থেকে একটি দল ছেড়ে এসে
বেশি ছুটে গেলে দেখি রেগে মেগে বসে।
নির্বাচনে সব থেকে তাকে খোঁজে পায়
এর থেকে ভাল জন সেই দলে নাই।