আছে শুধু মিঠা কথা নেই আর তেজ।
তারুণ্যের পথখানি পার করে এসে
পথে পথে কত কাঁটা হয়েছে সহজ।
কত পথে কাটা ফোঁটে গান গেয়ে হেসে
সেই কালে মজা দিল ভাবি শুধু বসে,
কথায় কথায় তেজ করে যাবো কাজ
নষ্ট কাজ প্রতিবাদে দিয়েছি যে ভেসে
করে গেছি সব কাজ নাহি রেখে লেজ।
সেই দিন ছিল তবে আজ আর নেই
ভুল খানি চোখ বেঁকে চেয়েছিল চোখ
তবে এখন সহজে সুর দিয়ে সুখ
তেজ আর রাগ তবে নাহি খোঁজে পাই।
নব যারা এসে গেছে তারা করে হেলা
তাদের কাজে জড়িয়ে আর কত বেলা।