নাড়ার আগুন
বখতিয়ার উদ্দিন

মাঠে শীতের শুরুতে ধান কাটে তারা
বিলখানি খালি করে যত পারে ত্বরা।
ধীরে ধীরে শীত আসে মাঠ ঘাট কেঁপে
চারদিকে সাদা মাখা কুয়াশায় ঝেঁপে।
কত ছেলে মাঠে এসে নাড়া জড়ো করে
আগুনে নাড়ার টাল দাউ দাউ পুড়ে।
বিলখানি ধোঁয়া হয়ে দেখি ভরে যায়
মাঝে মাঝে ধান ছেড়ে খই করে খায়।
আগুন দেখে ছেলেরা আরো জড়ো হয়
সারাদিন বিলে তারা খেলে খেলে রয়।
আগুনের পাশে করে খেলা আয়োজন
শীতের বিলেতে হৈ চৈ করেছে তখন।
সাঁঝ তবে নাহি হতে আর দেখা নাই
বিলখানি ঢেকে রাখে দেখ কুয়াশায়।
ধীরে ধীরে দূর থেকে কালি নেমে আসে
পাখিগুলো উড়ে যায় গগণেতে ভেসে।
ছেলেরা পালিয়ে গেছে যার যার ঘরে
নাড়ার আগুন জ্বলে সারা রাত ধরে।