যুদ্ধ এসে বাসা বাঁধে যখন তখন
মনের ভিতর থেকে দূরে চলে যায়।
মনে মনে রেগে উঠি না করে শ্রবণ
কালে বাদে জেগে উঠে রণ ক্ষেত্র পায়।
যুদ্ধ খানি নাহি হলে মনে সেই ঠাঁয়।
ভুল খানি নাহি ধরে করিতে আপন
এটা ওটা দেখে কত রেগে রেগে যায়,
মনে মনে জ্বলে উঠি কি করি তখন?

বেশি রাগে সম্পর্ক যে নষ্ট হয় দেখ
সব যেন ভুলে থেকে কাছে টেনে রেখ।
কি হবে এ পৃথিবীতে এতো এতো রেগে
ভাগখানি হেরে হেরে শুধু দুখ ডাক।
বিষাদের মাঝে আজ নিজ খানি মাগে
তারে ধরে রাখ তুমি নাহি কোন রাগে।