লোভী  মানুষ
বখতিয়ার উদ্দিন।

লোভী মানুষ  নানা রকম মন্দ কাজে টানে;
ভাল বললে রেগে উঠবে নাশ বললে মানে।
আলয়,গাড়ী, নারী,খাবার দেখলে জিবে পানি
তা সব পেতে এই মানুষ বর্বর হয় জানি।
পর সেবায় রাজী হয় না- ছোট লোকের পরিচয়,
অন্য হইতে বিন্দু পেতে চাতক পেতে জমা হয়।
পর হইতে খাবার নিয়ে খেয়ে বড়ই মজা জাগে,
নিজ থেকেই বিন্দু দিতে বড়ই ব্যাথা মনে লাগে।
ধন গুলোই জমা করেই হারার ভাব করে
হঠাৎ করে রাগতে পারি পরের ধন ধরে।
পরের বেশি দেখে বড়ই কষ্ট লাগে মনে,
নিজের এতো দেখিনা কেন?- পরের ধনে টানে।
নিজ মনের নানা লালসা চাপায় পর ঘরে
নিজ স্বার্থে মারতে পারি নানান জাতি ধরে।
পর যখন পড়ে বিপদে পাশেই তারা নাই
কুকুর মত মানুষ গুলো পাচ্ছে বড় লাই।
স্বার্থ নিয়ে যুদ্ধ করে বন্ধ করে দম,
লোভী মানুষ  নিজের মাঝে হয় নিজের যম।