লুকিয়ে তাকায়
  বখতিয়ার উদ্দিন।

কত কান্ড দেখি চোখে ভেবে নাহি পায়,
শুধু এলোমেলো মন রেগে রেগে উঠে।
আমার কান্ডতে উল্টো তারা হেসে যায়।
কোথায় ভুল হয়েছে কেন রাগ ফোঁটে?
কার ভুল কার রাগ ভুলে যায় বটে।
হয়ত রাগ থামিলে লুকিয়ে তাকায়,
শয়তানেরা জড়িয়ে ঘটনাটি রটে
মন্দ কাজে বাঁধা দিলে পাগল বানায়।

সমাজ আর জনতে অপরাধ রচে,
শান্তি খানি খোঁজে দেখি জীবনে হারিয়ে
বাঁধা দিলে পাগলের হাসিতে উড়িয়ে।
রাগ করে ভেবে নেয় গেছে তবে পঁচে।
রাগ তবে রাগ নয় ভয় দিয়ে মারে
শিক্ষা তাদের ধরে না,অট্টহাসি করে।