পিপাসা আর লালসা বাঁধায় নষ্টামি
লালসা ক্ষতি করিবে জড়িয়ে হারামি।
নিম্ন বর্গে জম্ম নিয়ে উচ্চতে লালসা
হতাশায় তছনছ পর স্বপ্ন আশা।
সব মনের পিপাসা নয়তো সমান
আশে পাশে নাহি ভেবে করে নিজ জ্ঞান,
লালসায় পর ধনে ধ্বংস চলে আসে
ক্ষতি করে মনে মনে দূর থেকে হাসে।
কত জন নাহি পেয়ে ভাঙ্গে অন্য ঘর
পর ধনে স্বপ্ন দেখে লালসার ভর।
নিজ স্বার্থে হয়ে যায় মানুষ যে পশু
লালসায় হয়ে যায় কত সুখ কচু
ক্ষতি করে পশু তবে নয়তো মানুষ
কীট হয়ে ক্ষতি করে হারায় যে হুশ।