ক্ষত মন
বখতিয়ার উদ্দিন
কি এক অদ্ভুত দেখ কাটে না সময়,
যা চাই তা শুধু মোর কেন নাহি হয়?
সাহস হয় না যেতে এগিয়ে সামনে
বড় ক্ষতি হবে বলে বাঁধে শুধু মনে।
ব্যর্থ হয় বলে আজ শুধু শুয়ে ঘরে
ইচ্ছে করে না জীবনে দেখি কিছু করে।
হারা এসেছে আমার কাঁদি বসি বসি।
শুয়ে চোখ মেলে দেখি যাচ্ছে সব খসি।
জীবনে এক করুণ কাল এলো মনে,
যা ছিল তা নিয়ে আরো ধোঁয়ে দেয় ক্ষণে।
কিছু নেই অতীতের আজ শূন্য মন
আর ইচ্ছে করে নাতো উঠবো এখন।
কোন পথ পাই নাতো জীবনের পরে
সব কিছু থেমে আসে ক্ষত মন ধরে।