কঠিন প্রান্তর
বখতিয়ার উদ্দিন
এক প্রকার স্বর্গের পথ ছেড়ে দিয়ে
খোঁজে নিয়েছি জীবনে কঠিন প্রান্তর।
চলতে গিয়ে দেখেছি ভাই শত্রু হয়ে
যুদ্ধ করেছি বাঁচতে বুঝেছে অন্তর।
কঠোর হতে কেঁপেছে বুক থরথর
সুখের যৌবন গেছে মোর ক্ষয়ে ক্ষয়ে,
পথে পথে যুদ্ধ করে হয়েছি পাথর
সব কষ্ট স্মৃতি হয় অতীত হারিয়ে।
মানুষ স্বর্গ ছাড়িয়ে চলে এলো কষ্টে
আপন পর জীবনে ঘিরে আছে বাটে
যত ধর তত ছাড়ে জীবনের ঘাটে।
শত কষ্ট এসে ধরে মানুষের নষ্টে।
বাঁচতে গিয়ে হৃদয়ে কাঁটা গেঁথে শত
কত ব্যথা বুকে আসে নাহি লাগে অত।