করে কানাকানি
   বখতিয়ার উদ্দিন।

পৃথিবী বিশাল এক জঙ্গলেতে ভরা,
যেখানে যাই সেখানে কত ঘাস খায়।
জন যেন পশু রুপে চোখে দেয় ধরা
এতো আচরণ দেখে মন কেঁদে যায়।
কুকুর তার চেয়ে যে ভাল গুণ পায়।
দুনিয়াটা হাতে পেলে করে দেয় খরা
কানাকানি ভরে গেছে কঠিন কাঁটায়।
সব যে হাঁ হুতাশ স্বার্থ নিয়ে ভরা।

কানাকানি করে আজ বোকা চোখা প্রাণী
কাক শুনে সাপ বুঝে উল্টা পাল্টা করে,
ফুল গুলো ছিঁড়ে ফেলে শুধু বোঁটা ধরে।
এর কথা ওকে বলে করে কানাকানি।
মন্দ হয়ে নিন্দা করে শুধু যুদ্ধ আসে
সব খানে ঢেউ ঢেউ কানাকানি ভাসে।