সেই পথে যেও নাকো করছি বারণ,
স্বাধীন, যাও - না যাও, মনটি তোমার।
যদি যাও এসে যাবে কঠিন মরণ।
সব কিছু চেয়ে কবে হয় কি সবার?
ভুল হলে নিয়ে নাও মনটি আবার।
দিয়ে তবে শেষ করে আর কি বরণ!
সব দিয়ে রিক্ত হয়ে চাহিবে হাজার
নাহি বুঝে নাহি শুনে করো না স্মরণ।
হয়তো অধিক পেয়ে ভুলে যাও তুমি
দিয়ে দাও আরো পেতে সহজ হৃদয়।
দিয়ে তুমি রিক্ত হয়ে করো কেন ভয়?
ভেবে নাও জীবনেতে কি তোমার দামী।
চেয়ে তবে নাহি পেয়ে যদি কষ্ট পাও
মৃত্যুর চেয়ে কঠিন কষ্ট কেন নাও।