কোন দেবদাস
বখতিয়ার উদ্দিন।
আমি শুধাইছি কি কারোর কাছে তোমারি মনের কথা?
তোমারি আঘাতে ভরে কি আমার বেদনার কবি খাতা!
আমি তো এখন ঘূর্ণিঝড় এর মত কিছুই করি না।
হয়তো ভাবছ, আমার নেই তো কোন লবণের ঝর্ণা।
হ্রদের মতই মোর কাছে নেই কোন তো জোয়ার ভাটা
তবুও পাদকা ছাড়াই অসীম প্রান্তে আমার হাঁটা।
বাহির থেকেই হিমালয় হিম রেখেছে আমায় ঘিরে
মাঝে মাঝে মনে হয় যেন মোর নামটি যাচ্ছে ঝরে।
মরারই মত বেঁচে আছি শুধু শীতল চাঁদ জানে না,
এক কালে বড় বাস্তব ছিল এখন তো কল্পনা।
সেই কালে এই মুখে শুধু ছিল তোমারি হাজার নাম
আলো থেকে তবে আঁধারেই গেছি পাইনি বলে তো দাম।
হয়তো ভাবছ, আমি তবে কোন দেবদাস হয়ে গেছি।
ভাবতেই পার, বাস্তবতায় শুধু তবে বেঁচে আছি।
আর বলেই কি লাভ হবে বল শুধুই যে কল্পনা।
যত দিন যাবে বয়বে আমার চোখে লবণের ঝর্ণা।