কলুষিত নক্ষত্র
   বখতিয়ার উদ্দিন।

শত বার জ্বলেছিলে আরো কত বার?
দেখতে দেখতে গেল হাজার আঁধার।
পৃথিবীর বুক থেকে দেখেছি তোমায়
কত চলার সাহস দিয়েছ আমায়।
আমি হেঁটেছি শান্তির হাসি নিয়ে হাই
কত সুখ পেয়েছি তো আলোতে তাকাই।
কত রুপের আলোই হয়ে তুমি এলে
শত জনম পবিত্র রয়ে যাবে বলে।
আজ আমার আকাশে কলুষিত তুমি
ঘৃণা জাগে মনে শুধু নাহি আর দামি।
পাতাল থেকে দূর ঐ আকাশের পরে
ভালোবাসার বদলে উল্টা ঘৃণা ঝরে।
সেখানে শত সুখের নক্ষত্রই ছিলে
কি কর্মে আমার মনে কলুষিত হলে?