কুয়ে নদীর আত্নকথা
বখতিয়ার উদ্দিন
কত নদী আছে দেখ ভিন্ন এক নদী,
সাহিত্যের সুরেতে ভুল নাহি যদি।
লোক কবি খ্যাপারাম বিশ্ব কবি দেখ,
পল্লিকবি ওয়ারেস মনে করে রাখ।
বাংলা সাহিত্যের দেখ ডাক আসে
সাহিত্যের জালেতে কত কথা ভাসে।
বীরভূম জেলা এর নাম নদী কুয়ে
কোপাই থেকে দেখেছি গেছে ধীরে বয়ে।
মহাত্মা গান্ধীর চিতা কুয়ে নদী চরে
ত্রিশে জানুয়ারী উৎসব তার তরে।
মিরাটী ও কাজীপাড়া আরো কত গ্রাম
যুগে যুগে জেগে উঠে শত শত নাম।
প্রণব মুখোপাধ্যায় কুয়ে থেকে উঠে
ভারতের রাষ্ট্রপতি আরো কত বটে।
স্বাধীনতা সংগ্রামী আরো কত নাম,
যুগে যুগে জম্ম নিয়ে কুয়ে বাড়ে দাম।
পশ্চিম বঙ্গের দেশে এই কুয়ে নদী,
ইচ্ছে হলে দেখে এসো ভাগ্যে জুটে যদি।
দুই কূলে মায়া ভরা কত ছবি আঁকা
কুলু কুলু জল রাশি ইতিহাস মাখা।
রাতের বুকে জ্বলেছে শত শত তারা
ভোর থেকে রবি জেগে কুয়ে বুকে সারা।
চাঁদ রাতে কত নদী লজ্জা পেয়ে যায়।
কত নাম জুড়ো হয়ে সুনাম ছড়ায়।