আসুন,বসুন আর স্থির হয়ে শুনে
কাজ করি দেশ তরে কবির জীবনে।
কি যে আর আছে বলো মিথ্যা তুমি বলে
দূর্নীতি মারামারি যে হিংসায় যে জ্বলে
শুদ্ধ হতে নাহি লাগে কোন টাকা তবে
ভালো হও আগে তুমি হবে ভালো সবে।
ব্যক্তিগত ভেবে যেন নিজ সুখ আনি
সবে সুখে আছি দেখে সব সুখ জানি।
কারো বংশ নিয়ে কেন গালাগালি দিবো
অপরের অপদ যে কেন নিজে নিবো?
ভালো করে বুঝতে যে কবি বলে কথা
কারো মনে নাহি দিবো কোন এক ব্যথা।
সুন্দর মনে সাজাবো এক যে পৃথিবী
সবে যেন ভালো থাকে এটা তবে দাবি।