কিশোর স্বপ্ন
   বখতিয়ার উদ্দিন।

রাত শেষে দিন আসে শুরু হয় কাজ
সবাই ছুটছে দেখ হয়ে যেতে রাজ।
জগৎ তো বাঁধা আছে কোন এক কোণে
কিশোরেরা বেড়ে উঠে স্বপ্ন নিয়ে মনে।
ফুল ফোঁটে বনে দেখ হাজার আশায়
পাখি দেখ গাছে গাছে শত গান গায়।
প্রতি জন মনে মনে রাখে এক স্বপ্ন
রঙ ছড়িয়ে রেখেছে কত শত বর্ণ।
এক দিন যাবে তারা দেশের মাথায়
স্বপ্ন আর কাজ দিয়ে পৌঁছে তারা যায়।
ভোরের মত সরল রাখে মন খানি
কিশোরের চোখ দিয়ে দেশে রঙ আনি।
কর্ণধার হবে তারা - এই দেশটার,
কিশোরেরা বড় হোক স্বপ্নটা সবার।।