আমার মনে বয়ছে কি আজ
কার্তিক মাসের তুফান?
চারদিকে এক কিসের ঝড়!
পর্বতের মত দাঁড়িয়ে থাকি
লাগে না দেহে ঝড়ের বাতাস!
অবশেষে এসে,
বৃষ্টি আর নালার পানি
সমস্ত দেহ ধোঁয়ে দিয়ে যায়।
আমি কি লাশ আজ
নাকি মরে সব দেখে যায়
তবুও কোন  হুশ নাই।
অবশেষে বুঝে গেছি তবে
আমি এক জীবন্ত শহর,
আমার সড়কে নৌকা চলে
মাছ চাষ হয় অফিস ঘরে
গুদাম গুদাম খাদ্য আটকে
দাম বাড়ায় ক্রেতার মাঝে
সাথে বাসা বাড়ির কর বাড়ে
সাধারণ মানুষ কেঁদে ঘুমায়।
আর কত ঘড়ি চলে যায়
অবশেষে তুফান।
সারা বছরের তুফান,
আর কার্তিক মাসের তুফান
এক না হলেও এক হয়ে যায়।
প্রবল বেগে ঝড় বয়ছে
জলের কপাট খুলে যায়।
এক না হয়ে জলে এক হয়ে যায়
মনের দেহে আমি এক জীবন্ত লাশ।
পর্বতের শক্তির মত দাঁড়িয়ে থাকি
জোয়ারের পানি নিত্য ধোঁয়ে দিয়ে যায়।