অস্তির স্থির করতে লাগে যোগ্য নেতা
চারটি গুণ দেখেই বুঝ এই কথা।
শক্তি হবে বীর যেন হেলা ঠেলা নাহি
কথা কাজে সৎ হবে ভালো কর্মে চাহি।
ওয়াদা রক্ষা করবে যদি কথা দিয়ে
আমানত রক্ষা হবে ধন হাতে নিয়ে।
দেশ সমাজ এখনি ধ্বংস পথে চলে
সব যেন রক্ষা হবে যোগ্য নেতা হলে।
দূর পানে চেয়ে থাকি শান্তি যেন নাই
অধিকার যেন বারে গিলে গিলে খাই।
যার মাল যথাযথ বিলি যদি হয়,
কে কোথায় অশান্তিতে - কেবা কবে রয়!