জীবন বড় সুন্দর শান্ত হয়ে দেখি,
কত কিছু চেয়ে চেয়ে জুড়ায় যে আঁখি।
সকালের মিষ্টি রোদ রাতের আঁধার
মেঘ বৃষ্টি কুয়াশায় কত কি বাহার!
এই সব উপভোগে ত্রি জিনিস লাগে
সকাল বিকাল দেখে মনে সুখ জাগে।
হায়াত - রিজিক - সুস্থ, চুপ হয়ে চাও!
দয়াময় দিয়ে দিবে দয়া যদি পাও।
বড় সুখ বড় শান্তি নিয়ামতে ডুবে,
দিন যাবে রাত যাবে সুখ খানি নিবে।
চেয়ে কি যে পাবে তুমি শুদ্ধ নাহি হলে!
পাপে তাপে জীবনতে যদি ডুবে গেলে।
ভুল পথে থেকে গেলে মাফ চেয়ে নাও
পরিবর্তন হতে পারে শুদ্ধ করে চাও।
অভাব কি আছে দেখ ভরপুর ধন
দিতে পারে দয়াময় মহা এক জন।
চেয়ে নাও কর্ম করে দিন রাত তুমি
সুখের পরশ হবে সব খানে দামি।