ঘুরে ফিরে স্থান থেকে অন্য জগতে
জীবনের অভিজ্ঞতা জমেছে স্মৃতিতে,
উপভোগ হয় সেথা মনের গভীরে
দিন যায় রাত আসে চোখের ভিতরে।
বেলা শেষ হয়ে আসে সত্যি একদিন
হঠাৎ বাজতে পারে মরণের বীণ।
কত স্মৃতি ভেসে আসে এই জীবনের
শৈশবের স্মৃতি ভাসে সুখের প্রাণের।
কত দিন কত রাত কত স্মৃতি মাখা
আঁকা বাঁকা দিন খানি নাহি হবে দেখা।
যদি তবে বেলা শেষে পুরিয়ে যে আসে
সব যেন ছেড়ে তবে যাবো অবশেষে।
কিসের বড়াই আর কেন এতো কিছু
সব যেন শেষ হবে নাহি রবে পিছু।
শূন্য হাতে এসে তবে শূন্য হাতে যায়
বেলা শেষে এতো কিছু আর যেন নাই।