জাতীয় বাজেট
  বখতিয়ার উদ্দিন।


কি এক কান্ড দেখছি বাড়ে শুধু বাড়ে,
বাজেটের পরিমাণ মহাগতি তেড়ে।
তিন টাকার জিনিস নয় টাকা হয়,
দ্রব্যের দাম আজি বেশি দরে রয়।
সাধারণ জন তবে আয় করে কম
দু' কেজিতে এক কেজি চলে এ রকম।
মধ্যখানে বাকি সব লুট করে খায়,
খল জন শাসনেতে কষ্ট সবে পায়।


এতো এতো বাজেটের কেন দরকার?
বেশি বাজেট হয়তো বেশি ছারখার।
কম বাজেটে চলবে কম দাম রাখো
কম আয় কম মূল্য কি সুন্দর দেখো।
রাজা আর প্রজা দেশে মিল থাকা চাই
খল জনতা লুকাতে পথ নাহি পাই।