কি সুন্দর জাল বুনে ছেলে খেলা করে,
কুন্ডলী পাকিয়ে দেখ মিথ্যার সাজ।
ধনীর সম্পদ বাড়ে গরীবেরা মরে
মিথ্যা আর মিথ্যা গেঁথে গেঁথে বাজ
আসল কথা লুকিয়ে রেখেছে যে আজ।
বোয়াল মাছ গিলছে পুঁটি মাছ ধরে
দূর্বল জন বর্জিত নাহি লাগে কাজ
দিল খানি কামড়িয়ে চোখে জল ঝরে।
জগৎ আজ ঘিরেছে মিথ্যা কুন্ডলী
মিথ্যা দিয়ে সব যে ঘিরে ধরে রাখে।
এতে কত ক্ষতি হয় কেবা তাহা দেখে
এই সব করে দেখ জারয মন্ডলী।
কত বড় অপমান করে করে যায়
সব যেন নষ্ট করে দুঃখ বাড়ায়।