যান্ত্রিক পৃথিবী
বখতিয়ার উদ্দিন
শুরু' আগে শেষ করে কেউ যদি কিছু
কি আর করার থাকে চোখে চেয়ে থাকা।
বারে বারে ধ্বংস নেয় কোন দেহ পিছু
সব কিছু বুকে ধরে ভয়ে মন ফাঁকা।
চোখ মেলে চেয়ে দেখি আজ বড় একা,
বিশ্ব পথে থেকে আজ কলা হয় কচু
কাছে থেকে দূর বেশে শুধু চেয়ে থাকা
ছুটে চলি শান্তি নেই যত ছুটি পিছু।
হাই যান্ত্রিক পৃথিবী আপন গতিতে
দিন খানি গুণে গুণে ক্লান্ত আসে ধীরে।
কেউ খোঁজে কেউ রচে - নাহি পেয়ে মরে।
সব কাজে মরিচীকা পেয়েছি জগতে।
যাহা পাওয়ার তাহা নাহি পেয়ে ছুটে
এক শ্রেণী দৌড়ে গিয়ে লাথি মারে পেটে।