স্বর্গের ময়দানে যদি লুকিয়ে থেকে
কেউ যদি নাহি দেখে দূর ঐ কু চোখে,
তাতে সুখি হবে তাতে অনেক যে সুখি
কারো কু চোখ পড়িলে সুখ দিবে ফাঁকি।
যদি মরিলে তোমরা রেখ এস একা
এতো হৈ চৈ নাহি করে নীরবে যে রাখা।
লোক দেখানো জলসা করে কেবা লাভ!
যদি আসল ভবনে হিংসা থাকে পাপ।
চোখের দেখায় সুখ নকল যে হয়
কষ্ট পাওয়ার আছে থাকে শত ক্ষয়।
বাহির থেকে গরীব ভিতরে যে দেখি
কত তারা সুখে আছে মনে নাহি রাখি।
গরীব ঘরে আল্লাহ সুখ দিয়ে থাকে
ভিতর বাহির এক নাহি যেন রাখে।।
বাহির থেকে সুখ কি ভিতরে নরগ
চক চক দিকে টকে নাহি যে পরগ।
আসল তবে বেশি যে সাড়া শব্দ নাহি
ভরা কলসি স্থির যে ভাল মনে চাহি।
যার কিছু নেই সেই লাফালাফি করে
লোকের পিছু লাগিয়ে ক্ষতি করে মরে।
পৃথিবীতে ভরে গেছে মহামারী রোগ
মন খানি নষ্ট হলো হিংসা করে ভোগ।
হিংসুক যখন লাগে ঘুম করে নষ্ট
দু’ চোখে চাহিয়ে মনে শত শত কষ্ট।
ইতিহাসে কত জাতি হিংসা করে শেষ
যুগে যুগে রেখে যায় এই মহা রেষ।