তিন দিন ছয় দিন সপ্তাহে হিসাব,
যে যেমন ভাব নেয় তেমন অর্জন।
কোন নিয়ম করিয়ে হয় যে স্বভাব
দুই পক্ষ উপভোগে হয় আয়োজন
কাল বাদে স্থান ভেদে হরেক ধরণ।
যার যার ঘাটে থাকে বিশাল অভাব
এক কালে হয় সব স্বভাবে মরণ
জয়-হার কিছু নেই মহা এক ভাব।

বুঝে বুঝে - নাহি বুঝে - ভাব নিয়ে থাকা,
ধরে থাকে এক কালে যদি কিছু পায়।
মনের গোপনে তবে কত কিছু খায়
সব যেন ফিটফাট তবু অল্প ফাঁকা,
শিক্ষা - দীক্ষা হয়ে গেছে ফ্যাসানের হাল
যুগ বুঝে দিন কাটে মিলিয়ে যে তাল।