দূর্বল হয়ে পড়েছে মানুষ সময়ে,
তার সুযোগ নিয়ে যে অপমান করে
সারা কাল দাগ কাটে মনে কষ্ট দিয়ে
দূর্বলতা দেখে যারা খেলেছে ভিতরে
সেই পশুর সমান - জম্ম কোন ঘরে।
মানুষ থাকে লুকিয়ে পশু থেকে ভয়ে
জানোয়ার নিন্দা দিলে কি করা অন্তরে।
অরাজকতা হৃদয়ে কষ্ট যায় রয়ে।

সহজ সরল জন শান্ত পথে থাকে
সেই সুযোগে দেখছি করে ষড়যন্ত্র
শুধু এসে শিং মারে যত নষ্ট তন্ত্র।
দূর্বলতার সুযোগতে অস্থিরেতে রাখে
কিছু জন পশু যেন ভিন্ন আচরণ
শত বার বলে দিলে শুনে না বারণ।