তাহা শুধু মনে থাকে আর কিছু নয়,
কখন একটি ভুল মুখ দিয়ে নামে
মনে রেখে চারদিকে হৈ চৈ করে রয়।
দোষ ভেবে রেখে দেয় আর নাহি কমে
দুষ্টে দুষ্টে নষ্টে নষ্টে আরো শব্দ জমে,
সব গুণ ঢেকে ফেলে এই শুধু ভয়।
ভালো কথা শুনে তবে শুধু মাত্র নামে
ভুল খানি মনে রেখে বেশি জাগা হয়।
কাক তবে এসে দেখ পঁচাগুলো খায়
ভালো ফেলে দেখে দেখে রাখে শুধু দূরে।
পঁচাখানি দেখা পেলে খায় পেট ভরে।
নষ্ট খানি বিন্দু পেয়ে সব ভুলে যায়
দোষ বেশি মনে থাকে তাদের স্বভাব
মন্দ লোকে টানাটানি বুঝার অভাব।