জীবন এমন বড় হয়ে গেছে আর
কোন ছোট ঘটনাতে দাগ যে কাটে না।
ছোট ছোট বিনোদন লাগে না দেখার
মনের ভিতর আসে আপনি আপনা।
কত আসে খবরটা আর যে থাকে না,
স্বাভাবিক ঘাতে পড়ে নাহি দরকার।
আঘাতে আঘাতে তবে হয় না করুণা
বড় ছাড়া ছোট গুলো নাহি যে বুঝার।

কত দিকে কত মুখ চলছে যে আজ
জীবনে তাহা দেখার সময় যে নাই।
এই সব আজ মনে নাহি ধরে তাই!
যত ঘটে তত মনে নেই কোন লাজ
ধীরে ধীরে এক ঘরে পৌঁছে গেছে মন
উঠা - নামা নাহি করে যখন তখন।