চলে যেতে ইচ্ছে করে
বখতিয়ার উদ্দিন
বোকা থেকে যেতে হয় তবে বেশি নয়
সব তবে বুঝে গেলে বাঁচা বড় ভয়!
জীবনে আশা পূরিয়ে একা একা কষ্ট
চলে যেতে ইচ্ছে করে নাহি করে নষ্ট।
জীবনের স্বাদ মিঠে আর নাহি জাগা
সব দিকে চেয়ে দেখি ছিলাম অভাগা,
রাত পরে দিন আসে সব কষ্ট লাগে
ঘুমে থেকে মরে যায় মাথা ঘুরে রাগে।
নিয়ম হীনে চেয়েছি দুখ লাগে শুধু
জীবন খানি ছিল না কোন দিন মধু।
দিন শেষে রাত আসে ঘুম নেই চোখে
বড় বড় জ্বালা দেয় আজ শুধু বুকে।
মধু হীনা জীবনের সব টুকু ছেড়ে
অলসতার শরীরে আর কবে বেড়ে
ছায়া হীন আলো জ্বেলে পাশে কেউ নাই
এক ঘুমে চল তবে পর কালে ঠাঁই।