ছবি খানি সুখ দেয়
বখতিয়ার উদ্দিন।
স্বপ্ন মনে সব যেন দূর থেকে দেখে,
কাছে এলে বেড়ে যায় আশা খানি মনে।
কিছু কিছু সুর হয়ে ছবি আঁকে বুকে,
স্মৃতি খানি চির দিন থাকে ছোট প্রাণে।
ছবি খানি সুখ দেয় ছোট ছোট ক্ষণে।
আরো স্বপ্ন মনে ধরে যদি দূরে রেখে
দেখ শিশু শুধু হাসে সারা ঘর কোণে।
সব যেন সুখ ভেবে আসে মন থেকে।
কারো মনে কারো ঘরে কত শত সুখ,
আশা আর স্বপ্ন মনে বুকে ধরে যায়।
তাহা নিয়ে ছোট মনে শুধু গান গায়।
নিজ শিশু ঘরে এলে হাসি খুশি মুখ।
কত সুখ কত আশা থাকে ছোট প্রাণে
সব যেন সুর হয়ে থেকে যায় মনে।