চারদিকে কর্মে চাপ তার মাঝে কথা
কথাতো নয় যেন বিষ মাখা ব্যাথা,
এতো ব্যাথা হজমের ঔষধ যে ঘুম
না হলে অসুস্থ হয়ে ভাঙ্গে দেহ উম।
ঠিক ঠাক কাজ করে কটূ কথা আছে
হুশহীন আছো তুমি আছে তবো পাছে।
মানুষ রুপে নানান কষ্ট লাগে মনে
কত আচরণ পাল্টে যেন ক্ষণে ক্ষণে
কত জন আছে দেখ কৃতজ্ঞতা নাই
স্বভাব দেখলে মনে শত কষ্ট পাই।
মূল্যায়ন যে করে না কঠিন কাজের
কূট কথা শুনিয়ে দে হৃদয় কষ্টের।
এতো ঝাজের কথা যে হজম না হয়
সব যে ভুলে যেতে ঘুমাতে যে হয়।
ছোট্ট এক ঘুম দিলে কিছু ভুলে যায়
না হলে মনে মনে ছোট রোগ বাড়ায়।