বয়স ভেদে
বখতিয়ার উদ্দিন

পৃথিবীতে মনে মনে কত রঙ লাগে
সব যেন নিজ হয় শুধু মনে জাগে।
মানুষ বয়স ভেদে কত ভুল করে
এটা ওটা জোর করে রাখে বুকে ধরে।
ফুল ভেবে ভুল করে আগুনেতে ঝাপ
শেষে তবে মনে বুঝে ছিল বড় পাপ।
ঢেউ খেলানো প্রান্তরে ভুল পথে যায়
একটু তবে নিয়েছি কান্না শত পায়।
যৌবনে দেখেছি শুধু নাহি ছিল কালা
যেটা দেখি সেটা তবে লেগে ছিল ভালা।
ভালো লাগে নাহি নিয়ে স্বর্গ ভোগ করি
যদি তবে ছোঁয়া নিয়ে আগুনতে মরি।
যেটা তবে শোভা ছিল শেষ কালে এসে
এতো যে কুৎসিত আসল ছবি ভেসে।
বয়স ভেদে রকম হয়ে যায় দেখ
একটু সচেতনে যে ঠিক ঠিক রাখ।


অভিযাত্রিক-২০২৪