ভোগ আর উপভোগ
বখতিয়ার উদ্দিন।
ভোগ আর উপভোগ জীবনে মিশিয়ে,
উপভোগ করে কত ঘুমিয়ে ঘুমিয়ে।
নাক টানে চোখ মেলে শুয়ে যে কাটায়
উপভোগ করে ভেবে মনে শান্তি পায়।
ভোগ আর উপভোগ কি রকম মনে?
কেউ দেখি শুধু ঘুরে ভোগ বলে মানে,
যে যেমন তেমন হে কেবা যায় বল!
এলোমেলো কাটিয়ে যে উপভোগ হল।
সারা জীবন কাজের উপভোগ করে
কেউ বিনা পরিশ্রমে লাখ টাকা ভরে।
কত দিকে কত জনে অট্ট হাসি হেসে
আবার দেখি কে যেন চিন্তা করে বসে।
কারো আসে বসে বসে কারো যায় শ্রমে
কারো আবার না চাহি পকেটেতে জমে।
দেখি সবে টেনে টেনে শুধু ভোগ করে
কবি সব মনে মনে উপভোগ করে।