এক দিন শেষ হবে জীবনের খেলা
এই রোদ বৃষ্টি জল শেষ করে বেলা,
থাকবে না এই সব শূন্য ঘর হবে
পাখির ডাক রজনী নাহি যেন রবে।
গাছ পালা নদী নালা আঁকা বাঁকা পথ
থেমে যাবে দুই চোখে স্বপ্নের যে রথ।
আকাশ ভরা তারকা জ্বলে নিবে যাবে
দুই চোখে পথিক যে হেঁটে হেঁটে রবে।
হাই কত তবে শেষে চলে যেতে হবে
বিদায়ের পরে তব পর যেন সবে।
কিসের এই স্বপ্ন যে অহমিকা করে
মরিচীকা কুড়িয়ে কে যাবে শেষে মরে?
স্বজন প্রীতি দু দিনে সবে যাবে ভুলে
কত এসে ভরে যাবে তোমারি স্থলে।
হাই পৃথিবী তোমার মায়াময়ী ঘেরা
মরে গেলে সবে ভুলে সব কিছু হারা।