বেচা-কেনা
বখতিয়ার উদ্দিন
পুরাতন সমাজের মুখে দিয়ে লাথি,
ভেঙ্গে গড়ি নব করে সব রীতিনীতি।
যেখানে অযথা শুধু মাখানো আবেগে,
কালের অপচয়তে ডুবে আছি ভোগে।
পণে মেয়ে বেচা-কেনা হয় সমাজেতে
সংকটে রয় বাপ নিষ্ঠুর লোকেতে।
সমাজ বন্ধি রেখেছে অজুহাত ধরে
লাথি মারো এই সব মুখের উপরে।
যেখানে সহজ হয় সেখানে যে প্রাণী
সবার অধিকারেতে সাজাই ধরণী।
বেচা-কেনার পরেও চলে বেচা-কেনা,
সব কিছু ভেঙ্গে দিয়ে মানবিক আনা।
মানুষ নয় তো পশু মানুষ মানুষি,
নতুন পৃথিবী গড়ি সুখের বসতি।