খোঁজে নিতে ভয় লাগে যদি নাহি হয়,
মনে আর আবেদন ভালো নাহি লাগে।
কাজ পেতে আজ মনে দাগ কেটে রয়,
কাজ দিবে পরীক্ষা তো আছে তার আগে
হাজার হাজার হয় নাহি জুটে ভাগে
কত যায় - নাহি হয়, তাই মনে ভয়।
আর কত আবেদন - মন যায় রেগে
খোঁজে নিতে বড় কষ্ট দিলে শুধু ক্ষয়।

যদি যায় বিফলতে শত শত কষ্ট
বার বার যাওয়া যে নাহি লাগে ভালো।
শত বার গেছি তবে নাহি দেখি আলো।
বার বার বিফলতে মন হয় নষ্ট।
করার চেয়ে খোঁজতে কষ্ট বেশি মনে,
খোঁজে যদি পাই তবে শান্তি পেত প্রাণে।