আলো কেন অন্ধকারে?
বখতিয়ার উদ্দিন।
সুরেরী যন্ত্র বাজিয়ে আলো অন্ধকারে!
তারি বিনা নাহি হতো জীবন সংসারে।
সুরে সুরে মনো কাঁপে কেঁদে উঠে মন
বেতার হয়ে ছড়িয়ে সবে যে এখন।
কেন আলো অন্ধকারে বারে ছুটে যায়?
আলো তো আলো ছিটিয়ে অন্ধ নাহি পায়,
দাও গো টেলে হৃদয়ে তার হীনা সুর
অন্ধ সবে আলো হবে বাজে সমদূর।
সব খানে সুর তুলে কেন চলে যাবে?
কত দূরে কত দূর আর কত নিবে?
হয়ত ডুবে গেলে যে, সব আর নাই
এই সুর তুলে মনে কত সুখ পাই।
তবে মনে জানা আছে বাঁকা চোখে হাসি
সেই দেখে এই মনে লাগে কেন খুশি?
চলে যাও যত দূর মনে দাগ নাই
হয়ত ভাবতে গেলে বিন্দু কষ্ট পাই।
একটু খানি আলোতে বাকি অন্ধকারে
জনম জনম বাঁচে - সেই সুরে সুরে।
মানুষের মন আর কেবা তবে চাই
বেশি সুখ খোঁজতে যে শুধু অন্ধ পাই।
আলো হয়ে রব বলে এই তব মাঝে
সুর তুলে ছেড়ে ছুড়ে অন্ধখানি খোঁজে।
তুমি থাক আমি তবে অন্ধকারে যায়
সেথায় যে তব মন হাজার কাঁদায়।