আজ সকালে স্নান করে এসে চুল বাঁধার সময় আমার খুবই প্রিয় হালকা পিঁয়াজি রংয়ের বড় কাঁটা ক্লিপটা ভেঙ্গে যায়!এই ক্লিপটা আমি অনেক দোকান ঘোরার পর কিনে এনেছিলাম! আজ সারাদিন চুলগুলো একটু এলো-মেলোই ছিল, কারণ সেই ক্লিপটা দিয়েই আমার চুল খুব ভালো করে বাঁধা যায়। রাতের খাওয়া-দাওয়ার পর, বেডরুমে এসে দেখি বিছানায় সেই ক্লিপ এটাতো ভাঙ্গেনি এটাতো সম্পূর্ণ ভালো আরে সেটা কি করে সম্ভব? ড্রেসিং টেবিলের দিকে তাকিয়ে দেখি সেই ভাঙ্গা ক্লিপটা তো ওখানেই পড়ে আছে, আমার আর বুঝতে বেশি দেরি হল না পাশের টেবিলে ল্যাপটপে কাছে বসে থাকা অভীকের মুখের হাসিই সব কিছু বলে দিল।
কবিতাটি ৯৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ১১/০৮/২০২৪, ১৩:১৫ মি: