এক দিন তোমার সাথে হারিয়ে যাব
কোন এক অজানা অচেনা মোরে,
সেদিন কেউ আমাদের দেখতে পাবে না। মিশে এক অজানা অচেনা গন্ধে ।
বেজে উঠবে হাজার গান
নব নবীন সুরে।
কোন রাগ রাগিনী থাকবেনা
তাল বাজবে মাতাল হাওয়ার সঙ্গে ।
অগ্নি কুণ্ডের অগ্নি শিখাতে মিশবো আনন্দে,
বিচ্ছন্ন হবে না তা সমাজের
কু কথার যাতা কলের ঘিরে।
ভস্য হবে দূলাতে এক ই বর্ণ মেখে
একদিন মিশে যাব এক আকাশে
ধোঁয়ায় ধোঁয়ার সঙ্গে।