তব চরণে বাঁধি রাখি ও
মোরে শ্যাম চরণ ধূলি দিয়া,
সংসারের মায়াতে পরি যায়
যদি তব অনন্ত প্রেম ভুলিয়া।

বৃথা জগতে বৃথা মায়ায়
মোরো করিছে হে উন্মাদ,
দেও মোর জিহ্বায় কৃপা
সিন্ধু তব প্রেমের ও স্বাদ।

সত্য মিথ্যা সব ই জানে
কেন ঘিরিয়া ধরেছে মায়া,
সত জ্ঞান-বুদ্ধি দেও প্রভু
পবিত্র করো মোর কায়া।

মায়া যেন স্পর্শ করতে
আর কভু নাহি পারে,
নিয়ে চলো মোহে কৃপা
সিন্ধু তব ভক্তের দ্বারে।