শিক্ষা তুমি আছো কোন খানে?
ধূলিকণার মতো মিশে গেছো
নাকি ধূলিকণার সনে?
মহৎ লোকের বাণী,
চাপা পড়ে গেছে,
আজ বইয়েরই মাঝে ৷
হিংসা আর লালসা,
আপন করেছে কেন মানব গনে ৷
শিক্ষা তুমি মিশে গেছো নাকি?
অদৃশ্য হয়ে বাতাসের সনে,
নাকি অপহরণ করেছে ,
তোমায় দানব গনে ৷
চারিদিকে হিংসার জ্বালা,
জলছে আজ দাও-দাও ৷
শিক্ষা তুমি হয়ে গেছো,
কোথায় উধাও ৷
আমন্ত্রণ করি শিক্ষা তোমায়,
এসো এই ধরাধামে ৷
তোমার পরশে মানবকে ,
মানব সৃষ্টি করো নতুন করে ৷