হে গিরিধারী,বল দয়া করি,
কোথা পাবো তব চরণ ও ধূলি?
বৃথা সংসার ছাড়ি,
ধরেছি প্রেমের তরি,
সে কি অপরাধ মোর বলো দয়া করি?
হে গিরিধারী,বল দয়া করি,
কোথা পাবো তব চরণ ও ধূলি
তব প্রেমের অমৃত প্রাণ করিতে ক্ষুধার্থ,
জিহ্বা মোর লালায়িত,
হে গিরিধারী,হে গিরিধারী।
তুমি যে কেষ্ট,তুমি সর্ব শ্রেষ্ঠ,
কি করিলে বলো হবে তুমি তুষ্ট
তোমাতেই শুরু জগত তোমাতে শেষ।
তাহা সংসারকে যেনো বোঝাতে পারি,
কৃপা করো হে বংশীধারী।
হে গিরিধারী হে গিরিধারী।